Wellcome to National Portal
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০২৩

উপকেন্দ্র

চুয়াডাঙ্গা উপকেন্দ্রটি চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে পশ্চিম দিকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। এ উপকেন্দ্রটি আখচাষের অনেক স্থানীয় সমস্যা সমাধানে সক্ষম হবার পাশাপাশি ৬২২ জন আখচাষীকে প্রশিক্ষণ প্রদান করেছে। সম্প্রতি দর্শনা রেল স্টেশনের সন্নিকটে কেরু এন্ড কোং চিনিকলের আকন্দবাড়িয়া ইক্ষু খামারে চুয়াডাঙ্গা উপকেন্দ্র নির্মাণের জন্য দু’ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলার উত্তর-পশ্চিম কোণে বাংলাদেশ বেতার, রাজশাহী অফিসের সম্মুখে অবস্থিত রাজশাহী উপকেন্দ্রটিও ইক্ষুচাষের স্থানীয় সমস্যা সমাধানে কাজ করছে। ১৯৮১ সাল থেকে এ পর্যন্ত এ উপকেন্দ্র প্রায় ৫০০ ইক্ষুচাষীকে সম্পৃক্ত করে ৩০০ প্রদর্শনী এবং সরেজমিন গবেষণা/নতুন প্রযুক্তির উপযোগিতা পরীক্ষা করেছে।

জয়পুরহাট উপকেন্দ্রটি রয়েছে জয়পুরহাট চিনিকলের সন্নিকটে।

জামালপুর উপকেন্দ্র এবং রহমতপুর উপকেন্দ্র দু’টি যথাক্রমে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামালপুর চত্বর ও বরিশাল চত্বরে অবস্থিত। এ উপকেন্দ্র দু’টিতে ইতোমধ্যেই ভূমি অধিগ্রহণসহ ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ ও চুনারুঘাট উপকেন্দ্রদুইট প্রস্তাবিত কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।