ঠাঁকুরগাঁও
আঞ্চলিক ইক্ষু গবেষণা কেন্দ্র, ঠাকুরগাঁও, প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও চিনিকলের পটুয়াডাঙ্গী খামারে ১৯৮২ সালে। এটি ঠাকুরগাঁও জেলা শহর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ১১ জন বিজ্ঞানী, ২ জন কর্মকর্তা এবং ৪২ জন সহায়ক কর্মচারী মিলে মোট ৫৫ জন জনবল রয়েছে। ক্ষুদ্র পরিসরে হলেও এ কেন্দ্রে রয়েছে প্রধান কার্যালয়ের ন্যায় সকল বিভাগ/শাখাসমূহ। তাছাড়াও এখানে রয়েছে একটি ছোট গ্রন্থাগার, আবহাওয়া পরিমাপক সুবিধাদি এবং অন্যান্য সহায়ক সেবাসমূহ। এ কেন্দ্র থেকে প্রায় ৫০০০ প্রশিক্ষণার্থীকে উন্নত ইক্ষুচাষ প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ইক্ষুচাষী এবং চিনিকল ও বেসরকারী সংস্থাসমূহের সম্প্রসারণ কর্মীবৃন্দ। এছাড়াও ১৯৮৭ সাল থেকে প্রায় ৮০০ ইক্ষুচাষীকে সম্পৃক্ত করে ইক্ষুচাষের উন্নত প্রযুক্তির উপর পাঁচ শতাধিক প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
গাজীপুর
আঞ্চলিক ইক্ষু গবেষণা কেন্দ্র, গাজীপুর এর অবস্থান হলো- গাজীপুর জেলার জয়দেবপুরের ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ এর পূর্বদিকে এক কিলোমিটার দূরে। এখানে ছয় জন বিজ্ঞানী সহ মোট ১০ জন কর্মরত রয়েছেন।