Wellcome to National Portal
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০১৬

গবেষণার নতুন কৌশল

পটভূমিঃ প্রায় ১২.০ লক্ষ টনের গুড় ও চিনির ঘাটতি পূরণ করতে সুগারক্রপের উর্ধ্বমুখী এবং আনুভূমিক প্রসারণ উভয়ই প্রয়োজন। কিন্তু স্বল্পসময়ে চাষযোগ্য উচ্চমূল্য ফসলাদির সঙ্গে প্রতিযোগিতা করে সুগারক্রপের চাষের জমি প্রসারণ বর্তমানে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও নতুন জেগে ওঠা চর, পাহাড়ী এলাকা এবং দক্ষিণাঞ্চলের কিছু কিছু লবণাক্ত এলাকায় সুগারক্রপ বিশেষকরে সুগারবিট সফলভাবে চাষ করা সম্ভব। আধুনিক জাত ও প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে । উপরন্তু ইক্ষুর এবং তারসাথে সুপারিশকৃত স্বল্পমেয়াদি সাথীফসল চাষ করে ফলন বৃদ্ধিও সম্ভব । পর্যাপ্ত পরিচর্যা ও রোপা পদ্ধতিতে চাষ করে কৃষকের প্রদর্শনীর জমিতে আখের গড় ফলন হেক্টর প্রতি ১০০ টনেরও অধিক পাওয়া গেছে। ইক্ষু সাধারণত মুড়ি করা হয় আশাব্যঞ্জক ফলনের সাথে সাথে চিনি আহরণ পরিমাণ বেশি থাকে। তাই একাধিক বছরে পদ্ধতিগত মুড়ি আখ চাষ এবং সাথীফসল চাষের মাধ্যমে আখের অধিক ফলন সহ একই জমিতে বাড়তি আয় করা যায়। সুগারক্রপ সমূহ সাধারণত খরা ও বন্যা সহিষ্ণু ফসল যা লবণাক্ত এবং স্বল্প উর্বর জমিতেও চাষ করা যায়। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ব্যাপক পরিবর্তন হচ্ছে। সুগারক্রপে এ ধরনের প্রতিকূলতা মোকবেলার সহজাত ক্ষমতা থাকায় সহজেই এর চাষাবাদের মাধ্যমে এ পরিবর্তনের খারাপ প্রভাব কমানো যায়। অধিকন্তু আখ ফসল শারীরতাত্ত্বিকভাবে C-4 চক্রের ফসল ফলে গ্রীন হাউজ প্রতিক্রিয়ার জন্য বায়ুমন্ডলে সৃষ্ট অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়োমাস তৈরীর ক্ষমতা বেশি। তাছাড়া আখ দীর্ঘ মেয়াদী ফসল হওয়ায় ইতোমধ্যে প্রবর্তিত ট্রপিক্যাল সুগারবিট চাষাবাদের প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন। তাছাড়া খেজুর, তাল ও গোলপাতার ন্যায় অপ্রচলিত সুগারক্রপ চাষাবাদের মাধ্যমে গুড় উৎপাদন বৃদ্ধি করতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্দেশ্য প্রসূত গবেষণা যেমন জৈব প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল, উচ্চ চিনিযুক্ত জাত উদ্ভাবনকে সর্বেচ্চ গুরুত্ব দেয়া উচিত। এ জন্যে গবেষণাগার ও জনশক্তি উন্নয়ন বিশেষ প্রয়োজন। বর্তমানে অধিক চিনি উৎপাদনকারী দেশগুলো আখের রস হতে বায়ো-ফুয়েল তথা জৈব জ্বালানী উৎপাদনে জোর দিচ্ছে ফলে বিশ্ববাজারে চিনির যোগান ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে বিশ্ববাজার হতে আমদানিযোগ্য চিনির পরিমাণ অচিরেই হ্রাস পাবে। ভবিষ্যৎ জনসাধারণের চিনি ও গুড়ের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আমাদের সরকারের উচিত দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা এবং সে অনুযায়ি অগ্রবর্তী হওয়া। আখচাষে উদ্বুদ্ধ করণের জন্য বৃহৎ পরিসরে ভর্তুকি প্রদানও অব্যাহত রাখা উচিত। বিএসআরই এর মাধ্যমে চিনিকল গুলোর চিনি আহরণ ক্ষমতা বৃদ্ধি করা উচিত। ২০৩০ সালের মধ্যে দেশজ সম্পদ ব্যবহার করে চিনি উৎপাদন ভিন্ন অন্য কোন উপায় নেই। একই সাথে গুড় উৎপাদন এলাকাতে উন্নত গুড় উৎপাদনকারী ইক্ষু জাত ও আধুনিক লাগসই প্রযুক্তি ব্যবহার বিকশিত করতে হবে। আমাদের চাহিদা পূরণে উচ্চ ক্ষমতাযুক্ত ক্রাশার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা হোক পরিবর্তত আবহাওয়া ও জলবায়ুকে বিবেচনায় নিয়ে দেশের চিনি ও গুড় উৎপাদন বৃদ্ধির জন্য নিম্নোক্ত বিষয় গুলোকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গবেষণার নতুন কৌশল গ্রহণ করেছে। অগ্রাধিকারভিত্তিক ভবিষ্যৎ গবেষণা কৌশল: কৃষিতাত্ত্বিকঃ • সুগারবিট, তাল, খেজুরসহ অন্যান্য অপ্রচলিত মিষ্টি জাতীয় ফসলের উপর গবেষণা কার্যক্রম জোরদারকরণ। • গবেষণার জমি এবং কৃষকের জমিতে ফলন পার্থক্য হ্রাসকরণ। • চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ফলিত গবেষণা, সরেজমিন গবেষণা, খামার বিন্যাস গবেষণা এবং প্রযুক্তি সম্প্রসারণ গবেষণায় অধিকতর গুরুত্ব আরোপ করা। • গুড় উৎপাদনশীল এলাকায় ইক্ষু উৎপাদন বৃদ্ধিকরণ। • অধিক ফলন ও অধিক চিনি আহরণের জন্য মুড়ি ইক্ষু ব্যবস্থাপনার প্রযুক্তি প্যাকেজের উন্নয়ন। জৈব প্রযুক্তি সংক্রান্তঃ • বায়োটেকনোলজি ভিত্তিক ইক্ষু, সুগারবিট, খেজুর, তাল , গোলপাতা প্রভৃতি সুগারক্রপের উন্নয়ন ও সম্প্রসারণ। • উচ্চ ফলন ও উৎপাদন সহায়ক জিএম ক্রপ উদ্ভাবনের জন্য জৈব-প্রযুক্তির শক্তি বৃদ্ধি করণ। • সকল ফসলের বিটি (ব্যসিলাস থুরিয়েনজেনসিস) জাত প্রবর্তন। • ইক্ষু, সুগারবিট, খেজুর, তাল , গোলপাতা প্রভৃতি সুগারক্রপের মাইক্রোপ্রোপাগেশন এর মাধ্যমে উন্নত বীজ উদ্ভাবন। • রোগ প্রতিরোধী গুণাবলী বা উপকরণ সমূহকে ডিএনএ পুনর্গঠন প্রযুক্তির মাধ্যমে (এগ্রোব্যাকটেরিয়াম এর মাধ্যমে স্থানান্তর) ইপ্সিতজাতে প্রতিস্থাপন করা। • জৈব-প্রযুক্তি ব্যবহার করে বায়োটিক এবং এ্যাবায়োটিক প্রতিকূলতা সহ্যক্ষম চিনিফসলের জাত উদ্ভাবন। অতি উন্নত/কুলীণ ইক্ষুজাত সমূহের মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে দ্রুত বীজ বর্ধন। • স্টিভিয়ার মাইক্রোপ্রোপাগেশন। প্রজনন সংক্রান্তঃ • উচ্চ ফলনশীল, উচ্চ চিনিসমৃদ্ধ, দ্রুত বর্ধনশীল, লবণাক্ততা সহিষ্ণু, পরিপক্ক পাতা ঝরে পড়া ও নেতিয়ে না পড়ার গুণসমূহের প্রতি লক্ষ্য রেখে খর্ব আকৃতির স্বল্প মেয়াদি বিশেষ ধরণের ইক্ষুজাত উদ্ভাবন করা। • ইক্ষুর জার্মপ্লাজম ব্যাংক শক্তিশালীকরণ। • গুড় উৎপাদন ও চিবিয়ে খাওয়ার উপযোগী আরো উন্নতমানের ইক্ষুজাত উদ্ভাবন। রোগতাত্ত্বিকঃ • ইক্ষুর রোগসমূহের জৈবিক দমন। প্রধান প্রধান রোগ সৃষ্টিকারী প্যাথোজেনসমূহের শত্রু অনুউদ্ভিদ Microflora সমূহ সণাক্তকরণ। ডিএনএ ভিত্তিক প্রটোকল প্রয়োগের মাধ্যমে ইক্ষুর রোগসমূহের তালিকা(Indexing) প্রণয়ন। • আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিতরণ। কীটতাত্ত্বিকঃ • সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন। সংগ্রহত্তোর প্রযুক্তি ও চিনি রসায়ন সংক্রান্তঃ • স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদনের জন্য পরিষ্কারক হিসেবে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য হাইড্রোজের পরিবর্তে ভেষজ সংশ্লেষ ব্যবহার। সুবিধাজনক ভেষজ পরিষ্কারক বাছাই করে তার উন্নয়ন। • ইক্ষুর ছোবড়াসহ অন্যান্য উপজাতের ব্যবহার বহুমূখীকরণ। • সুগারক্রপসমূহের সংগ্রহত্তোর ক্ষতি কমানোর উদ্যোগ গ্রহণ। কৃষি অর্থনীতি সংক্রান্তঃ • সুগারক্রপ সমূহের বাজার কাঠামো বিশ্লেষণ সংক্রান্ত গবেষণা জোরদারকরণ। সম্প্রসারণ সংক্রান্তঃ • পরীক্ষিত প্রযুক্তিসমূহের বিস্তার জোরদারকরণ। • প্রযুক্তি প্যাকেজের ব্যবহার বৃদ্ধিকরণ। কৃষি যান্ত্রিকিকরণ সংক্রান্তঃ • কৃষি যান্ত্রিকিকরণ এর গতি বৃদ্ধিকরণ। • বিভিন্ন ফসলের জন্য কৃষিজ যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়ন।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon