অদ্য ২০ মে, ২০২৪ খ্রি. তারিখে আর নয় শুধু আখ, সাথীফসলের বাজাই ঢাক, কৃষকের পাশে, কৃষকের সাথে, এগিয়ে চলো আগামীর পথে স্লোগানকে সামনে রেখে সোমবারে ফরিদপুর সুগারমিল এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার ও উপসচিব সুষমা সুলতানা।