অদ্য ১১ মে, ২০২৪ খ্রি. তারিখে "পার্টনার প্রজেক্ট' বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অংগের" সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক" কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুস্ঠান বরিশাল জেলার রহমতপুর উপজেলায় অনুস্ঠিত হয়।উক্ত প্রশিক্ষণ অনুস্ঠান এ বক্তব্য রাখেন ড.মো.ওমর আলী,মহাপরিচালক বিএসআরআই,ড.কুয়াশা মাহমুদ, পরিচালক গবেষণা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অন্চল,ড.বিমল কুন্ডু,সিএসও ও ইনচার্জ বিএআরআই আঞ্চলিক কেন্দ্র, বরিশাল, এবং সভাপতিত্ব করেন মো.হাসিবুর রহমান,পিএসও এন্ড বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ,বিএসআরআই, বরিশাল উপকেন্দ্রের ইনচার্জ,সহ বিএসআরআই এর বিজ্ঞানী বৃন্দ প্রশিক্ষণ ক্লাস এ প্রশিক্ষণ প্রদান করেন।