ড. মু. খলিলুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা , বিগত ৩১ জানুয়ারী ২০১৬ খ্রী. তারিখ হতে অবসরে যান । অবসরে যাওয়ার পূর্বে তিনি এসএসবি উত্তীর্ণ হয়ে গ্রেড-১ মহাপরিচালক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ১৮/০২/২০১৬ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ও রাষ্টপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার অবসরকালীন ছুটি বাতিল করে যোগদানের তারিখ হতে ১ (এক) বৎছরের জন্য বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা এর মহাপরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন।সেই মোতাবেক গত ২২ ফেব্রুয়ারী ২০১৬ খ্রি. তারিখে ড. মু. খলিলুর রহমান, মহাপরিচালক হিসাবে অত্র প্রতিষ্ঠানে আবারও যোগদান করেন।