Wellcome to National Portal
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২৩

মহাপরিচালক

ড. মো. ওমর আলী, মহাপরিচালক (চলতি দায়িত্ব) এর জীবনবৃত্তান্তঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কৃষি মন্ত্রণালয় কর্তৃক ড. মো. ওমর আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, খামার বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসাবে বিগত ১৯/১২/২০২২ খ্রি. তারিখে নিয়োগ প্রদান করা হয়। তিনি ২০/১২/২০২২ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার পূর্বাহ্নে মহাপরিচালক হিসাবে যোগদান করেন। 

কৃষিবিদ ড. মো. ওমর আলী ১৯৬৫ সালের ১২ই জুলাই, নাটোর জেলার অন্তর্গত লালপুর উপজেলার মনিহারপুর গ্রামে মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত ইয়াসিন আলী মন্ডল এবং মাতা মোছা. শামসুন্নাহার বেগম। তিনি ১৯৮০ সালে দাদপুর গড়গড়ী উচ্চ বিদ্যালয়, বাঘা, রাজশাহী থেকে মাধ্যমিক, ১৯৮২ সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৭ এবং ১৯৮৯ সাল যথাক্রমে কৃষিতে স্নাতক এবং কৃষিতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইকার্ডা (ICARDA), সিরিয়া এর সমন্বয়ে বিনা চাষে মসুর ডাল উৎপাদনের উপর গবেষণা করে ২০১১ সালে কৃষিতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রেই ১ম বিভাগ/শ্রেণি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি একজন কৃষি বিজ্ঞানী, বিএসআরআই এর ডিজি হিসেবে পদায়িত হবার পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ডাল গবেষণা উপকেন্দ্র, কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর এ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত কারণে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, মরোক্কো, ভারত, থাইল্যান্ড, সিরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নেপালসহ অনেক দেশ ভ্রমণ করেছেন।

তিনি ডাল ফসলের উন্নত জাত আবিষ্কারে বিশেষ সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ (প্রদানকাল ১৪২৮) প্রাপ্ত হন এবং বাংলাদেশে মসুর ডাল গবেষণায় সাফল্যের জন্য ২০০৪ সালে ইকার্ডা, সিরিয়া কর্তৃক পুরস্কৃত হন। তিনি মুগের উন্নত জাত বারি মুগ ৬, বারি মুগ ৭, বারি মুগ ৮সহ মোট ৭১টি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেন। তার এ সমস্ত প্রযুক্তি দেশ বিদেশে সমাদৃত ও সম্প্রসারিত। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ তার চতুর্থ কাব্যগ্রন্থ। তিনটি কাব্যগ্রন্থ ছাড়াও দেশি-বিদেশি জার্নাল, বইসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত পেপারের সংখ্যা ১৯৭টি, তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত গীতিকার। তার রচিত গানের সংখ্যা ৭০০ এরও বেশি। এছাড়াও তিনি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে ওতপ্রতভাবে জড়িত। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষিতত্ত্ব সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। এবং তার স্ত্রী মোছা. মোমেনা খাতুন একজন সফল গৃহিণী। তিনি তার গবেষণা ও সৃজনশীল লেখনীর মাঝে বেঁচে থাকতে চান যুগ-যুগান্তর ধরে।